
শুভাবরি ওয়েবডেক্স,১মার্চ, কলকাতাঃ ১৯৮৬ সালের শেষ থেকে টোটোপাড়ায় টোটো জনজাতিকে নিয়ে গবেষণা শুরু করেন। ধনীরাম, অশোক, সত্যজিতের মতো যুবক ছিল স্বপন বাবুর নিত্যসঙ্গী । কাজের প্রাথমিক দিকে টোটোদের সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, আচার আচরণ, তাদের ভারতে আগমনের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করেন। টোটোদের উন্নতি ও তাদের প্রচারের আলোতে আনার জন্য তিনি ছুটে যান দিল্লি ও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রশাসনিক দপ্তরে। টোটোদের জীবনযাত্রা এবং বিভিন্ন দিক নিয়ে একটি তথ্যচিত্র ” আমার দেখা টোটোপাড়া” তৈরি করেন স্বপনকুমার বসু। আজ কলকাতা প্রেস ক্লাবে এই তথ্যচিত্রের শুভমুক্তি অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ঠাকুর সমীর ব্রহ্মচারী, টোটো জনজাতি থেকে সত্যজিৎ টোটো সহ বহু বিশিষ্ট ব্যক্তি। স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রে টোটো জনজাতীর জনজীবন, সংস্কৃতিক বৈচিত্র যেমন আছে তেমনি আছে তাদের বিবাহের রীতিনীতি । তার দাবী এই টোটো জনজাতি হল শুধু ভারতের নয় এশিয়ার সবচেয়ে ক্ষুদ্র জনজাতী। তাদের উন্নতিকল্পে ভবিষ্যতে যে আরও কাজ হবে সেই ব্যাপারে তিনি আশাবাদী।