
ওয়েবডেস্ক,২৮ সেপ্টেম্বর, কলকাতা:
করোনা সংক্রমণ এবং লকডাউন এর জেরে স্তব্ধ হয়ে থাকা কলকাতার অন্যতম লাইফ লাইন মেট্রোরেল সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে চালু হয়েছিল। স্মার্ট কার্ড ও ই-পাশের জেরে প্রথমদিকে যাত্রীসংখ্যা কিছুটা কম হলেও যাত্রীসংখ্যা ধীরে ধীরে বাড়ছে। মেট্রো পুনরায় শুরু হবার পর সকাল ৮ টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত পরিষেবা চালু ছিল। যাত্রী সংখ্যা বাড়তে থাকার ফলে আজ থেকে শেষ মেট্রোর সময় বাড়ানো হলো।
“কবি সুভাষ” এবং “নোয়াপাড়া” থেকে শেষ সময় ছাড়বে সন্ধ্যে সাড়ে সাতটায়।
এক উচ্চ পর্যায়ের বৈঠকে কলকাতা মেট্রো রেলওয়ের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, আগামী ৪ অক্টোবর থেকে প্রতি রবিবার মেট্রো ছুটবে। সকাল ১০:১০ থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত এই মেট্রো পরিষেবা চালু থাকবে। অর্থাৎ সকাল ১০ টা ১০ নাগাদ কবি সুভাষ ও নোয়াপাড়ায় থেকে প্রথম মেট্রো ছাড়বে এবং সন্ধ্যে সাড়ে সাতটায় কবি সুভাষ ও নোয়াপাড়া থেকে শেষ মেট্রো ছাড়বে।
এর ফলে যাত্রীসাধারণের কিছুটা সুরাহা হবে একথা আশা করা যায়।