
ওয়েবডেস্ক , 9সেপ্টেম্বর,কলকাতা:
বর্তমান কঠিন পরিস্থিতিতে যেখানে সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন কাজ করা হচ্ছে, যেখানে স্কুল-কলেজের পঠন-পাঠন চলছে সম্পূর্ণ অনলাইনে, মানুষ গৃহবন্দী থাকতে থাকতে পথ খুঁজছে মুক্তির। এই দুঃসময়ে মানুষকে শিল্পের, গান-বাজনার মাধ্যমে কিছুটা স্বস্তি দিতে আগামী ১৯ সেপ্টেম্বর ভারতীয় সময় সন্ধ্যে ৮টায় শিল্পী কবীর সুমনের একটি লাইফ গ্লোবাল ডিজিটাল কনসার্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে ‘তাঁতঘর ফিল্মস’ এবং ‘রংরেজ’ এর যৌথ উদ্যোগে।
অনুষ্ঠানের মূল বিষয় ‘বাংলা খেয়াল’। এখানে শিল্পী কবীর সুমনের সঙ্গে হারমোনিয়ামে থাকবেন জ্যোতির্ময় ব্যানার্জি, তবলায় কুন্তল দাস, স্বরমন্ডলে সঙ্গ দেবেন রাখা ভট্টাচার্য। এই ডিজিটাল অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হলো প্রথমবারের জন্য ডিজিটাল প্লাটফর্মে নৃত্য পরিবেশনা করবেন নিত্যশিল্পী লোকেশ্বরী দাশগুপ্ত।
উদ্যোক্তারা জানিয়েছেন, এই সময় দাঁড়িয়ে শিল্পই হল আমাদের একমাত্র মুক্তির পথ। তাই এই সময়ে তারা এই ধরনের শৈল্পিক আবেদন হিসাবেই ‘এক বিশ্ব সুমন’ এর বন্দোবস্ত করেছেন।
বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই অনুষ্ঠানে সবাই বাড়িতে বসে উপভোগ করতে পারবেন।