কোভিড ১৯ কথাটা শুনলেই একটি আতঙ্ক আমাদের মস্তিষ্ককে নাড়িয়ে তুলে। গত বছর অর্থাৎ ২০১৯ এর নভেম্বর-ডিসেম্বর থেকে এই মারন ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ভারতবর্ষেও এই ভাইরাসের প্রভাব পড়ে । এই ভাইরাসে সৃষ্টি তার কার্যকারিতা মানুষের শরীরে কিভাবে ছড়িয়ে পড়ে এবং তার থেকে কিভাবে মানুষ নিজেদের দূরে রাখতে পারে তার প্রাথমিক কিছু ধারণা দিয়ে একটি বই প্রকাশ হয় আজ। বইটির নাম “কোভিড ১৯ ও জনস্বাস্থ্য”। লেখক অধ্যাপক ড. গৌতম পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. অর্ণব সেনগুপ্ত, ডা. ডি. এন. ব্যানার্জি, ডা. এস. সি. বিশ্বাস এবং প্রকাশক অরবিন্দ দাসগুপ্ত।
উপস্থিত গুণীজনেরা এই বইয়ের কার্যকারিতা এবং করোনা ভাইরাস সম্পর্কে আলোচনা করেন। লেখক বলেন ,”এখনো পর্যন্ত করোনাভাইরাসের কোন সঠিক ভ্যাকসিন বের হয়নি তবে আশা করছি কিছু সময়ের মধ্যেই এর ভ্যাকসিন পাওয়া যাবে। এই বইয়ের মাধ্যমে ভাইরাসের সম্পর্কে সাধারন মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আমি আশা রাখছি। বইটির মাধ্যমে আমি আমার সামাজিক দায়বদ্ধতার ঋণ কিছুটা পরিমাণ পরিশোধ করার চেষ্টা করেছি”।
