শুভাবরি ওয়েব ডেস্ক, ২৫ নভেম্বর, কলকাতা: ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের রাজ্য সভাপতি রাকেশ সিং বলেন, বাম শাসনে ছিল বনধ্ এর রাজনীতি আর তৃণমূল শাসনে রয়েছে ছুটি দেওয়ার রাজনীতি। তিনি বলেন, বনধ্ সমর্থকরা যে ভাষাতে কথা বলবেন, আমাদের সমর্থকরা সেই ভাষাতেই উত্তর দিয়ে বনধকে ব্যর্থ করার জন্য আগামীকাল পথে নামবে।
প্রবীন শ্রমিক নেতা বৈদ্য দে বলেন, অন্যান্য বনধের মতো এবারেও আমি পথে নামবো। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারি অফিসে কর্মচারীদের ঢুকতে যদি কেউ বাধা দেয়, তবে তাদের কান ধরে উঠ-বস করাবো। যদি দরজায় তালা বন্ধ থাকে, সেই তালা আমি নিজে হাতে ভেঙে দেবো।
আজকের এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় কার্যকরী সভাপতি সাধন তালুকদার, পশ্চিমবঙ্গের কার্যকরী সভাপতি দীপ্তিমান বসু, রাজ্য সম্পাদক উত্তম মুখার্জী প্রমূখ।
দীপ্তিমান বসু বলেন, একদিনে সারাদেশে বনধের জন্য লোকসান হয় ২৬ হাজার কোটি টাকা। লকডাউন দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে এই বনধ্ দেশকে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে দেবে।