বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াহিয়া হিন্দু-মুসলমান ঐক্যের কথা বলেন। তিনি আরো বলেন, ভারতবর্ষের মানুষ নিজের নিজের রাজ্যে স্বাবলম্বী। আমরা ওয়েইসিকে সমর্থন করি না। হায়দ্রাবাদ থেকে এখানে এসে নতুন কিছু করার প্রয়োজন নেই। দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বাঁচাতে গেলে জাত-ধর্মকে মিলিয়ে ফেললে হবে না। ধর্ম কখনও ভাষার সাথে মিলিয়ে ফেললে হবে না। মনে রাখবেন, সরকার হিন্দু বা মুসলমান দেখে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেন না। যা উন্নয়ন হয় সেটি সবার জন্যই কাজে লাগে। তাই আসুন, আমরা এক হয়ে কাজ করি। আমাদের ভোট যেন ভাগ না হয়।
অন্য বক্তা মহ. খোবায়েব আমিন বলেন, সারাদেশে চর্চিত নাম হচ্ছে বাঙালি। গুজরাট, হায়দ্রাবাদ থেকে এখানে এসে বিভেদ করতে চায়, বাঙালি তার রক্ত দিয়ে এটা রুখবে। শুনে রাখুন, কোনো পীরজাদা বাঙালি মুসলমানদের নেতা নন। আমরা সবাই বাঙালি, পশ্চিমবঙ্গকে আমরা অখন্ড রাখবো।
