শুভাবরি ওয়েবডেস্ক,২২ অক্টোবর, কলকাতা: সোমা হিলা, পলি সেন – নামগুলো পরিচিত না হলেও আজকের দিনের সবচেয়ে মারনত্মক রোগ ‘স্তন ক্যান্সার’ থেকে চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হয়ে নিজের জীবনকে নতুন দিশা দিয়েছেন।
আজ এক সাংবাদিক সম্মেলনে কলকাতার অ্যাপোলো হাসপাতাল স্তন ক্যান্সারে তাদের চিকিৎসা ও ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেন। ‘স্তনক্যান্সার সচেতনতা মাস’ হিসাবে এই অক্টোবর মাসটিকে বেছে নিয়েছেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপোলো হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. সৈকত গুপ্ত, ডা. শুভদীপ চক্রবর্তী, ডা. সুচন্দ্রা গোস্বামী, ডা. পৃথা রক্ষিত । ডা. গুপ্ত বলেন, ” আগে স্তন ক্যান্সার হলে অপারেশনের মাধ্যমে স্তন কেটে বাদ দেওয়া হতো। কিন্তু বর্তমানে চিকিৎসা ব্যবস্থা উন্নত হবার ফলে শুধুমাত্র ক্যান্সার সংক্রমিত কোষ বা টিউমারটিকে ধংস করা হয়। এখন ক্যান্সারের তিন নং স্টেজ থেকেও ৬০% মানুষ সুস্থ হয়ে আসছেন। ডা. গোস্বামী বলেন, “প্রাথমিক ভাবে মহিলারা নিজেই ভালো করে বুঝতে পারেন যে কোনো টিউমার আছে কিনা। বছরে ১ বার অন্তত পরীক্ষা এবং তার সাথে মেমোগ্রাফি করা আবশ্যক। বর্তমানে স্তন ক্যান্সার খুব কম বয়সে দেখা যাচ্ছে, যার অন্যতম কারণ হলো ধুমপান, মদ্যপান” ।

এই সাংবাদিক সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। সেটি হল, প্রাথমিক স্তরে যদি স্তন ক্যান্সার ধরা পড়ে এবং তার যথাযথ চিকিৎসা হয় তাহলে চিকিৎসার খরচ খুবই কম হয়।