ডিজিটাল ডেস্ক; ২৫ ফেব্রুয়ারি: তথ্য ও সম্প্রচার মন্ত্রক শিখস্‌ ফর জাস্টিস – এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এমন বিদেশ-ভিত্তিক ‘পাঞ্জাব পলিটিক্স টিভি’র অ্যাপ, ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিকে ব্লক করার নির্দেশ দিয়েছে। ১৯৬৭ সালের বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন – এর আওতায় এই নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে জানা গেছে, এই চ্যানেলটি অনলাইন মিডিয়ার মাধ্যমে চলতি রাজ্য বিধানসভা নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা ক্ষেত্রে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছিল। এর প্রেক্ষিতে মন্ত্রক ১৮ই ফেব্রুয়ারি তথ্য প্রযুক্তি আইনের আওতায় জরুরি-ভিত্তিতে ক্ষমতা ব্যবহার করে ‘পাঞ্জাব পলিটিক্স টিভি’র ডিজিটাল মিডিয়াগুলিকে ব্লক করে।

ব্লক করা অ্যাপস্‌, ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিষয়বস্তুতে সাম্প্রদায়িক বৈষম্য এবং বিচ্ছিন্নতাবাদকে উস্কে দেওয়ার আশঙ্কা ছিল। এমনকি, দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষা, দেশের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার জন্য তা বিপজ্জনক বলে প্রমাণিত হয়েছে। এও লক্ষ্য করা গেছে যে, চলতি নির্বাচনের সময় অনৈতিক সুবিধা নেবার জন্য নতুন অ্যাপ ও সোশ্যাল মিডিয়া চালু করা হয়।
সূত্র: পি আই বি