দেবাঞ্জন দাস, কলকাতা: সপ্তম দফার নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে ২৬ শে এপ্রিল। দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ কলকাতা এবং পশ্চিম বর্ধমানের ভোট গ্রহণ হয়েছে।
ভোটগ্রহণের প্রাথমিক ক্ষেত্রে অন্যান্য জেলা থেকে বেশ অনেকটাই পিছিয়ে ছিল দক্ষিণ কলকাতার বিধানসভা গুলি। সকাল সাতটা থেকে নটা পর্যন্ত দক্ষিণ কলকাতায় সামগ্রিক ভোটদানের হার ছিলো ১৩.০৯% , সকাল এগারোটা পর্যন্ত সেই হার গিয়ে পৌঁছলো ২৭.৫৬%। দুপুর একটায় সেই হার ৪১.৬৬%, দুপুর তিনটের সময় ৫২.৯৭% এবং ভোট গ্রহণ শেষে সেই হার হল ৬১.৭০%।
দক্ষিণ কলকাতার যে চারটি বিধানসভা রয়েছে তার সার্বিক ভোট শতাংশের হার হল:
কলকাতা পোর্ট ৬৪.৪১%
ভবানীপুর ৬১.৩৬%
রাসবিহারী ৫৯.৮০%
বালিগঞ্জ ৬১%
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই চারটি বিধানসভার ভোট দানের হার ছিল
কলকাতা পোর্ট ৬৩.২৮%
ভবানীপুর ৬৬.৭৬%
রাজবিহারী ৬৬.৯৭%
বালিগঞ্জ ৬৩.৭৫%
করোনা আবহের জন্যই ভোটদানের হারে বেশ অনেকটাই ঘাটতি দেখা গেছে এবছরের দক্ষিণ কলকাতার বুথ গুলিতে মত বিশেষজ্ঞ মহলের। যদিও নির্বাচন কমিশন বুথে করোনা বিধি বজায় রাখার জন্য বহু পদক্ষেপ গ্রহণ করেছে।
আগামী ২৯শে এপ্রিল রাজ্যের বিধানসভা নির্বাচনের অষ্টম তথা শেষ দফার ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ হবে উত্তর কলকাতার বিধানসভা গুলিতেও। বস্তুত উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার ভোটদানের হার বরাবরই জেলার ভোটদানের হার এর থেকে কম থাকে। তবে এ বছর দক্ষিণ কলকাতার ভোটদানের হার গত বিধানসভার ভোট দানের হার থেকে অনেকটাই কম। অষ্টম দফাতে উত্তর কলকাতার ভোটের হার পুরনো সমস্ত রেকর্ড কে ছাপিয়ে যাবে নাকি দক্ষিণ কলকাতার মতই থাকবে সেটা জানা যাবে সেদিনই।