ডিজিটাল ডেস্ক; ২৬ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ এবং আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল সম্প্রতি কলকাতায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি (এনআইএইচ) পরিদর্শন করেছেন। তিনি এদিন এনআইএইচ-এর অধিকর্তা অধ্যাপক ডাঃ সুভাষ সিং সহ সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি’র মহানির্দেশক এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে এনআইএইচ-এর শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঠক্রম শেষ করার পর হাউজস্টাফ-এর সুবিধা চালু করা সহ বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আবেদন জানানো হয়। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সমস্যার বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। স্বাস্থ্য ক্ষেত্রে দেশের গৌরব পুনরুদ্ধারের আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, আয়ুষ ক্ষেত্র হল এমন এক রত্ন যা ভারতমাতার মুকুটে স্থান পাওয়া উচিত। পর্যালোচনা বৈঠকে সোনওয়াল পশ্চিমবঙ্গের এই আয়ুষ প্রতিষ্ঠানের কার্যকারিতা নিয়ে আলোচনা করেন। সাধারণ মানুষের কাছে আরও বেশি করে স্বাস্থ্য সেবার সুবিধা প্রসারিত করা এবং এই আয়ুষ প্রতিষ্ঠানের কর্মকাণ্ড আরও ভালোভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন তিনি।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ হোমিওপ্যাথির আঁতুরঘর। তিনি বলেন, সারা বিশ্বে আয়ুষ ওষুধের গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রীয় সরকার এই ঐতিহ্যবাহী ওষুধের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে। সোনওয়াল বলেন, আয়ুষ ব্যবস্থাপনায় এই জাতীয় প্রতিষ্ঠান এবং সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ-এর এক অনন্য উদ্দেশ্য রয়েছে। এনআইএইচ হাসপাতাল থেকে দৈনিক প্রায় ১ হাজার বা তার বেশি রোগী পরিষেবা পাচ্ছেন। এবিষয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

সোনওয়াল জানান, প্রধানমন্ত্রীর স্বপ্নপূরণে আত্মনির্ভর ভারত গঠনে সকলকে একযোগে এগিয়ে আসতে হবে। ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে নির্দিষ্ট সময় অন্তর আলাপ-আলোচনা চালানোর আহ্বান জানান তিনি। এই এনআইএইচ-কে বিশ্বমানের গড়ে তোলারও ডাক দেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, রোগী পরিষেবার জন্য দিল্লির নারেলায় খুব শীঘ্রই এনআইএইচ-এর একটি স্যাটেলাইট সেন্টার চালু করা হবে। পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন আয়ুষ মন্ত্রকের যুগ্ম সচিব ডি এস পান্ডিয়ান।