ওয়েব ডেস্ক; ১১ মার্চ : ইআরও, ডিইও অথবা সিইও স্তরে অমীমাংসিত যে কোন বিষয় নিয়ে ভারতের নির্বাচন আয়োগ জাতীয় এবং রাজ্য স্তরের রাজনৈতিক দলগুলির কাছে ৩০ এপ্রিল ২০২৫-এর মধ্যে মতামত চেয়ে পাঠিয়েছে। প্রত্যেককে লিখিত ভাবে নির্বাচন আয়োগ জানিয়েছে, রাজনৈতিক দলগুলির সভাপতি, দলের বর্ষীয়ান নেতাদের মধ্যে সহমতের ভিত্তিতে কোন সময় বা দিন নির্দিষ্ট করা হলে নির্বাচন আয়োগ আলোচনার জন্য তৈরি। এই প্রক্রিয়া আইনি ব্যবস্থার মধ্যে নির্বাচন প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার সহায়ক হবে।

ইতিপূর্বে গত সপ্তাহে ভারতের নির্বাচন আয়োগের সম্মেলনে মুখ্য নির্বাচন আয়োগ শ্রী জ্ঞানেশ কুমার সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সিইও, ডিইও এবং ইআরও-দের রাজনৈতিক দলগুলির সঙ্গে নিয়মিত আলোচনার পরামর্শ দেন। এই জাতীয় আলোচনায় যে কোন বিষয় আইনি পরিকাঠামোর মধ্যে সময় বেঁধে নিষ্পত্তির কথাও তিনি বলেন। এব্যাপারে গৃহীত ব্যবস্থা সংক্রান্ত রিপোর্ট আয়োগের কাছে ৩১ মার্চ ২০২৫-এর মধ্যে পাঠাতে বলেছেন তিনি। আয়োগ রাজনৈতিক দলগুলিকেও বিকেন্দ্রীকৃত এই ব্যবস্থাকে সদর্থক ও সার্বিক ব্যবহারের আহ্বান জানিয়েছে।

নির্বাচন প্রক্রিয়ার সমস্ত দিককে ঘিরে সংবিধান এবং বিধিবদ্ধ পরিকাঠামোর মধ্যে আয়োগ যে ২৮টি অংশীদারকে চিহ্নিত করেছে রাজনৈতিক দলগুলি তার একটি। আয়োগ রাজনৈতিক দলগুলির কাছে পাঠানো চিঠিতে জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫০ এবং ১৯৫১ সহ একগুচ্ছ আইন ও মহামান্য সুপ্রিমকোর্টের নির্দেশ উল্লেখ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই ব্যবস্থা জরুরী বলে জানিয়েছে।