ওয়েব ডেস্ক; কলকাতা ৩০ সেপ্টেম্বর : কলকাতার সমস্ত ফুটবলপ্রেমীদের জন্য আরো একটি সুখবর !
আজও সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলা ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচের শেষে একটি বিশেষ মেট্রো পরিষেবা চালানো হবে। ম্যাচের শেষে বাড়ি ফেরার জন্য ফুটবলপ্রেমীদের আর দুঃশ্চিন্তা করতে হবে না। আজ ম্যাচের শেষে রাতে ইস্ট – ওয়েস্ট মেট্রো করিডোরে (গ্রিন লাইন ) একটি বিশেষ পরিষেবা চালানো হবে।আজকে (৩০/০৯/২০২৩) ইস্টবেঙ্গল এফ সি বনাম হায়দ্রাবাদ এফ সি – র ম্যাচের শেষে সল্টলেক স্টেডিয়াম থেকে শিয়ালদহ অভিমুখে এই পরিষেবাটি চালানো হবে।
বিশেষ পরিষেবাটি সল্টলেক স্টেডিয়াম থেকে রাত ১০.৪০ মিনিটে যাত্রা শুরু করে রাত ১০.৪৭ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।
যাত্রীদের ওঠা নামার জন্য এই পরিষেবাটি ফুলবাগানে কিছুক্ষণের জন্য দাঁড়াবে।যাত্রীদের সুবিধার্থে সল্টলেক স্টেডিয়াম এবং ফুলবাগান স্টেশনে বুকিং কাউন্টার খোলা থাকবে।