ওয়েব ডেস্ক; ৩১ অক্টোবর: কলকাতার সকল ক্রিকেটপ্রেমীদের জন্য আবারও সুখবর! আপনি ICC পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ-২০২৩ -এর ক্রিকেট ম্যাচ উপভোগ করতে পারেন যা ৩১ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হতে চলেছে। আমাদের দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও বাংলাদেশ ইডেন গার্ডেনে মুখোমুখি হবে। ক্রিকেটপ্রেমীদের রাতে ম্যাচের পর বাড়ি ফেরার চিন্তা করতে হবে না কারণ মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ ওই দিন উত্তর-দক্ষিণ মেট্রো করিডোরে (ব্লু লাইন) নির্ধারিত বাণিজ্যিক সময়ের পরে একজোড়া বিশেষ মেট্রো পরিষেবা চালাতে চলেছে।

এই বিশেষ মেট্রো পরিষেবাগুলি এসপ্ল্যানেড – দক্ষিণেশ্বর এবং এসপ্ল্যানেড – ব্লু লাইনের কবি সুভাষ রুটের মধ্যে চালানো হবে । রাত ১০:৪৫ এ দুদিকের জন্য মেট্রো এসপ্লানেড মেট্রো স্টেশন থেকে ছাড়বে।