ওয়েব ডেস্ক; ২৮ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবহাওয়া ও জলবায়ু গবেষণার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটার (এইচপিসি) ব্যবস্থার উদ্বোধন করেছেন।
৮৫০ কোটি টাকার এই প্রকল্পে আবহাওয়া ও জলবায়ুর পূর্বাভাস আরও নিখুঁতভাবে জানানো সম্ভব হবে।
নতুন এই এইচপিসি ব্যবস্থার নামকরণ করা হয়েছে ‘অর্ক’ এবং ‘অরুণিকা’। এর মধ্যে একটি বসানো হয়েছে পুণের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজিতে এবং অন্যটি বসানো হয়েছে নয়ডার ন্যাশনাল সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টিং-এ। এই কম্পিউটিং ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং-এর মতো উন্নত প্রযুক্তি ব্যবহারের সুবিধা রয়েছে।
কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রকের উচ্চ রেজোলিউশনের এই কম্পিউটার ব্যবস্থার মাধ্যমে সাইক্লোন, বজ্রবিদ্যুৎ, শিলাবৃষ্টি, তাপপ্রবাহ, খরা সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস অত্যন্ত নিখুঁতভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।