ওয়েব ডেস্ক; ৩০ সেপ্টেম্বর: কলকাতা প্রেস ক্লাবে তেমনই একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখছিলেন নতুন একটি সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ভোট ফর ইণ্ডিয়া। তাদের ন্যাশনাল কনভেনর রাজু ঘোষ জানান, মূলত তিনটি দাবিতে ভোট ফর ইন্ডিয়া দাবি করছি। শর্তহীন নাগরিকত্ব, সংবিধান থেকে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) বাতিল করা, এবং সংবিধানকে রক্ষা করা। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজকর্মী মানিক ফকির । তিনি বলেন, বামফ্রন্ট সরকার বিজেপিকে এন আর সি করার সুযোগ করে দিতে “চোর ধরো, জেল ভরো” কর্মসূচি শুরু করেছিল । আসলে এভাবেই বিজেপি তাদের এন আর সি কর্মকাণ্ডের দিকে এগিয়ে চলেছে। তিনি দাবি করেন বিজেপির কিছু সংসদের বিরুদ্ধে হাইকোর্টে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে মামলা করবে। সেক্ষেত্রে নিশীথ প্রামাণিক – শান্তনু ঠাকুরের নাম উল্লেখ করেন। অন্যান্য কর্মসূচির মধ্যে জেলায় জেলায় ডি এম অফিস ঘেরাও। রাজু ঘোষ দাবি করেন, তাদের সংগঠন আসাম ,মহারাষ্ট্র , উত্তর প্রদেশে তাদের শাখা খুলেছে। এছাড়াও আগামী দিনে রাজধানী দিল্লিতে সমাবেশের আয়োজন করা হবে।

সংগঠনের অন্য এক সদস্য এবং পরিচিত মুখ ওমর ওয়ারসি জানান, বিজেপি আগে হিন্দু রাষ্ট্রের কথা প্রচার করতে কিন্তু এখন সনাতন ধর্মের কথা প্রচার করছে। এদিন তারা ঘোষণা করে যে, আগামী ৩ অক্টোবর মৌলালি রামলীলা ময়দান থেকে বিশাল মিছিল বেরোব এবং জমায়েত হবে রাণী রাসমণি রোডে।