৩ নভেম্বর : যোগাযোগ মন্ত্রণালয়ের ডাক বিভাগের অধীনে ভারত সরকারের ১০০% মালিকানাধীন প্রতিষ্ঠান ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক (IPPB) ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের কর্মচারী ভবিষ্য তহবিল সংস্থার (EPFO) সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই স্মারক স্বাক্ষরের মাধ্যমে, কর্মচারী পেনশন প্রকল্প, ১৯৯৫ (EPS’95) এর অধীনে পেনশনভোগীদের দোরগোড়ায় ডিজিটাল লাইফ সার্টিফিকেট (DLC) পরিষেবা প্রদান করা হবে।

EPFO এর ৭৩তম প্রতিষ্ঠা দিবসে IPPB এর MD ও CEO আর ​​বিশ্বেশ্বরণ এবং EPFO ​​এর কেন্দ্রীয় ভবিষ্য তহবিল কমিশনার (CPFC) রমেশ কৃষ্ণমূর্তি এই সমঝোতা স্মারক বিনিময় করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ডঃ মনসুখ মান্ডব্য। বন্দনা গুরনানি, সচিব (শ্রম ও কর্মসংস্থান), কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের (সিবিটি) সদস্যরা, মন্ত্রণালয়, ইপিএফও এবং আইপিপিবি-র ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।