ওয়েব ডেস্ক ; ২৯ নভেম্বর : জাতীয় পরিসংখ্যান কার্যালয় (ফিল্ড অপারেশন ডিভিশন) বা এনএসও-র কলকাতার আঞ্চলিক শাখা এক গোলটেবিল সম্মেলনের আয়োজন করে। এএসআই সমীক্ষার গুরুত্ব এবং এএসআই ওয়েবপোর্টালের মাধ্যমে এএসআই তথ্য পূরণের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়।

এএসআই সমীক্ষা ২০২৩-২৪ এ অর্থনৈতিক বিভিন্ন তথ্য ও অন্যান্য রিপোর্ট বিশ্লেষণ করা হচ্ছে। সম্মেলনে এএসআই পোর্টালের মাধ্যমে নিজের রিটার্ন নিজে জমা দেওয়ার উপর জোর দেওয়া হয়।

পশ্চিমবঙ্গ দক্ষিণাঞ্চলের ফিল্ড অপারেশন ডিভিশনের পদস্থ আধিকারিকরা জানান, কলকাতা ও হাওড়া অঞ্চলে ২০২২-২৩ বর্ষে মাত্র ৩৪টি উৎপাদন শাখা তথ্য পূরণ করেছে। আধিকারিকরা ব্যবসায়ী মহলকে ২০২৩-২৪ বর্ষে আরও বেশি সংখ্যায় নিজের রিটার্ন নিজে পূর্ণ করার উপর জোর দেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন ইএনএসডি-র অতিরিক্ত মহানির্দেশক সুনীল কে মুখোপাধ্যায় সহ সঞ্জীব বসু, অতনু কর চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *