ওয়েব ডেস্ক; ৪ জুলাই : ওড়িশার গঞ্জাম জেলায় তপশিলি জাতিভুক্ত দুই ব্যক্তিকে মারধর এবং জোর করে ঘাস ও নর্দমার জল খাওয়ানোর অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। গত ২৬ জুন এই নিগ্রহের ঘটনাটি ঘটে। আক্রান্তদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং জোর করে তাঁদের মাথার চুল কেটে দেওয়ারও অভিযোগ উঠেছে।
সংবাদমাধ্যমের এই খবরের পরিপ্রেক্ষিতে কমিশন বলেছে, যদি ঘটনাটি সত্যি হয়, তবে এতে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। দু’সপ্তাহের মধ্যে বিষয়টি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট চেয়ে ওড়িশার মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে নোটিশ পাঠিয়েছে কমিশন।
সূত্র : পি আই বি