ওয়েব ডেস্ক; ১০ জানুয়ারি: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক তেলেঙ্গানা সরকারের সহযোগিতায় ৮-৯ জানুয়ারি, অসংক্রামক রোগের উপর দু’দিনের এক কর্মশালা সফলভাবে আয়োজন করে। এই কর্মশালায় স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব সহ মূল অংশীদাররা একত্রিত হন। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিক, স্বাস্থ্য কর্মী এবং এনসিডি প্রতিরোধ ও নিরুপণ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এই সম্মেলনে যোগ দেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তব এনসিডি-র ক্রমবর্ধমান কাজের চাপ, বিভিন্ন গবেষণার উপর জোর দেন। তিনি সুস্থ ভারত গড়ে তুলতে সরকারের যে লক্ষ্য রয়েছে তার উপরেও বিশেষ গুরুত্ব আরোপ করেন। এনসিডি থেকে মৃত্যুর হার কমাতে স্বাস্থ্য ক্ষেত্রের মানোন্নয়নের উপরেও জোর দেন তিনি।

শ্রীমতী শ্রীবাস্তব বলেন, এই সম্মেলন ষোড়শ অর্থ কমিশনের আগে ভারতের স্বাস্থ্য ব্যবস্থাপনাকে আরও মজবুত করতে বিভিন্ন প্রস্তাব দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রকের গুরুত্ব নির্ধারণে সহায়ক হবে।

সম্মেলনে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, যকৃতের সমস্যা, শ্বাসকষ্টজনিত অসুখ, মদ্যপানজনিত নয় এমন ফ্যাটি লিভারের সমস্যা, স্ট্রোক ও ক্যান্সারের মতো রোগ মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। ফিট ইন্ডিয়া এবং ইট রাইট ইন্ডিয়া-র মতো প্রচারাভিযানগুলির গুরুত্বের উপরেও সম্মেলনে জোর দেওয়া হয়। বিভিন্ন রাজ্যের নানা রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত মত বিনিময় হয় এই সম্মেলনে। রোগ প্রতিরোধ, রোগ নির্ণয় এবং রোগের চিকিৎসা থেকে শুরু করে গবেষণার বাস্তবায়নের মধ্যে সেতুবন্ধনের উপরেও জোর দেওয়া হয়।

ক্যান্সার রোগ চিকিৎসায় পরিকাঠামো আরও মজবুত করার উপর বিশেষ জোর দেওয়া হয়। জেলা হাসপাতালগুলিতে ক্যান্সারের চিকিৎসা যেন যথাযথ হয় সে নিয়েও আলোচনা হয়।