ওয়েব ডেস্ক; ১৩ মে : সোমবার ১৩ই মে ছিল রাজ্যের লোকসভা নির্বাচনের চতুর্থ দফা। এই দফায়
বিকাল ৫ টা পর্যন্ত ভোট পড়েছে :
বহরমপুর- ৭৫.৩৬ শতাংশ , কৃষ্ণনগর- ৭৭.২৯ শতাংশ, রানাঘাট- ৭৭.৪৬ শতাংশ, বর্ধমান পূর্ব- ৭৭.৩৬ শতাংশ, বর্ধমান-দুর্গাপুর- ৭৫.০২ শতাংশ, আসানসোল- ৬৯.৪৩ শতাংশ , বোলপুর- ৭৭.৭৭ শতাংশ, বীরভূম- ৭৫.৪৫ শতাংশ।
বিকেল পাঁচটা পর্যন্ত গড় ভোট পড়েছে ৭৫.৬৬ শতাংশ।
যেদিন বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে অন্যান্য সমস্ত জায়গা থেকে মোট ১৭০৫ টি অভিযোগ এসেছে কমিশনের দপ্তরে।
১৫৫০৭ বুথেই ছিল ওয়েবকাস্টিং এর ব্যবস্থা। এই দফায় ৩০ হাজারেরও বেশি রাজ্য পুলিশ ব্যবহার করেছিল নির্বাচন কমিশন। তার সাথে প্রায় ৫৮০ কোম্পানির মতন কেন্দ্রীয় বাহিনী ছিল।
চতুর্থ দফায় রাজ্যে মোট ৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেন। যার মধ্যে ৫৯ জন পুরুষ এবং ১৬ জন মহিলা প্রার্থী।
১০৩৫ মাইক্রোবসার্ভার এবং ৭৪,৪৩৪ জন ভোট কর্মী নিয়ে এই দফা কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই কাটলো।