ওয়েব ডেস্ক; ২৬ অক্টোবর : সোমবার ‘ছট পূজা’ উপলক্ষে মেট্রো রেলওয়ে ব্লু লাইন এবং গ্রিন লাইনে বিশেষ পরিষেবা চালাবে।

ব্লু লাইন
২৭ অক্টোবর (সোমবার) মেট্রো ২৭২টি পরিষেবার পরিবর্তে ২৩৬টি পরিষেবা চালাবে।

গ্রিন লাইন

২৭ অক্টোবর (সোমবার) মেট্রো ২২৬টি পরিষেবার পরিবর্তে ১৮৬টি পরিষেবা চালাবে।

ঐ দিন ইয়েলো লাইন, অরেঞ্জ লাইন এবং পার্পল লাইনে স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে।