ওয়েব ডেস্ক ; ২৮ সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ২৬টি আসনে ভোটদানের হার দাঁড়িয়েছে ৫৭.৩১ শতাংশ। নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানানো হয়েছে।
পুরুষদের ক্ষেত্রে ৫৮.৩৫ শতাংশ, ৫৬.২২ শতাংশ মহিলা এবং তৃতীয় লিঙ্গের ভোটদানের হার ৩০.১৯ শতাংশ। সকাল ৯টা ৩০ মিনিট থেকে ২ ঘন্টা অন্তর ভোটদানের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি ভোট পড়েছে শ্রীমাতা বৈষ্ণোদেবী কেন্দ্রে। সেখানে ভোটদানের হার ছিল ৮০.৪৫ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে হব্বাকদল কেন্দ্রে। সেখানে ভোট পড়েছে ১৯.৮১ শতাংশ।