শুভাবরি ওয়েব ডেস্ট, ১২ মার্চ, কলকাতা:
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কান্ডে গ্রেফতার মো. সাহিল আলি অন্তর্বর্তীকালীন জামিন পেলেন। বুধবার তাকে আলিপুর এ সি জে এম আদালত ৫ হাজার টাকার বন্ডে র্শতাধীন জামিন মঞ্জুর করেছে।
এদিন আদালতে আইনজীবী সুপ্রিয় রক্ষিত জামিনের আবেদন করেন। অন্য দিকে, সরকারি কৌসুলি জামিনের বিরোধীতা করে বলেন, একটা মোবাইল ফোন সিজ করা হয়েছে, তদন্ত চলছে।উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত ধৃত মো. সাহিল আলিকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে।
