ওয়েব ডেস্ক; ১১ জানুয়ারি : প্যাঙ্গলিন গবেষণায় এক উল্লেখযোগ্য সাফল্য এসেছে। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জেডএসআই) ভারত-বার্মিস প্রজাতির এক নতুন প্যাঙ্গলিন আবিষ্কার করেছে। এর ফলে, প্যাঙ্গলিনের বৈচিত্র্যময় প্রজাতির বিষয়ে আরও জানা সম্ভব হলো। আনুমানিক ৩.৪ মিলিয়ন বছর আগে চীনা প্যাঙ্গলিন থেকে এই প্রজাতির প্যাঙ্গলিন তৈরি হয়েছিল। ভারত ও বার্মা অঞ্চলে ভৌগলিক ও জলবায়ুগত পরিবর্তনের ফলে এই প্রজাতি উৎপন্ন হয়।

জেডএসআই-এর ডঃ মুকেশ ঠাকুর নেতৃত্বাধীন এক গবেষণায় এই বিষয়ে জানা গেছে। এই গবেষণায় মূল ভূমিকা গ্রহণ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন পিএইচডি স্কলার লেনরিক কোনচোক ওয়াংমো। তিনি বলেন, এই নতুন প্রজাতির প্যাঙ্গলিন আবিষ্কারের ফলে প্যাঙ্গলিন সংরক্ষণের বিষয়টি নতুন মাত্রা পেলো। এই প্যাঙ্গলিনটি অরুণাচল প্রদেশ থেকে পাওয়া গেছে।

জেডএসআই-এর নির্দেশক ডঃ ধৃতি বন্দ্যোপাধ্যায় এই দলটির কাজের প্রশংসা করেন। তিনি বলেন, এই প্রজাতির প্যাঙ্গলিন সংরক্ষণ করা বিশেষ গুরুত্বপূর্ণ।