ওয়েব ডেস্ক ; ৩১ আগস্ট : ডঃ টি ভি সোমানাথন নতুন ক্যাবিনেট সচিবের দায়িত্বভার গ্রহণ করেছন। শ্রী রাজীব গৌবার অবসরগ্রহণের পর আজ তিনি ভারত সরকারের নতুন ক্যাবিনেট সচিবের পদে স্থলাভিষিক্ত হলেন। ডঃ সোমানাথন ১৯৮৭ ব্যাচের তামিলনাডুে ক্যাডারের আইএএস অফিসার। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি। হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রামও সম্পূর্ণ করেছেন তিনি। কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। যেমন যুগ্ম সচিব এবং প্রধানমন্ত্রীর দপ্তরের অতিরিক্ত সচিবের পদ তিনি অলঙ্কৃত করেছেন। কোম্পানী বিষয়ক মন্ত্রকের তিনি যুগ্ম সচিব ছিলেন। এছাড়াও ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাঙ্কে কোম্পানী বিষয়ক বিভাগে ডাইরেক্টর হিসেবে পাঠানো হয় তাঁকে। তিনি অর্থ সচিবের পদও সামলেছেন।

তামিলনাডু় রাজ্য সরকারে ডঃ সোমানাথন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। চেন্নাই মেট্রো কর্পোরেশন লিমিটেডে তিনি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন,ছিলেন মুখ্যমন্ত্রীর সচিব । এছাড়াও জিএসটি চালুর পর্বে তিনি কর্মাশিয়াল ট্যাক্সে অতিরিক্ত মুখ্য সচিব এবং কমিশনারের দায়িত্বও সামলেছেন।

ডঃ সোমানাথন বিশ্বব্যাঙ্কে যোগ দেন ১৯৯৬ সালে। বাজেট পলিসি গোষ্ঠীর তিনি ছিলেন সর্বকনিষ্ঠ সদস্য।

বিভিন্ন পত্র পত্রিকায় তিনি অর্থনীতি, নীতি নির্ধারণ সহ বিভিন্ন বিষয়ে লেখালেখি করেছেন। তিনি বেশ কয়েকটি বইও লিখেছেন।