ওয়েব ডেস্ক; ৭ মে : ডিআরডিও ও ভারতীয় নৌসেনা দেশজ মাল্টি-ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইনের (এমআইজিএম) পরীক্ষামূলক বিস্ফোরণ সম্পন্ন করলো। এই পরীক্ষণে কম মাত্রার বিস্ফোরক ব্যবহার করা হয়। সমুদ্রতলে ব্যবহারযোগ্য এই মাইন তৈরি করেছে বিশাখাপত্তনমের ন্যাভাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ল্যাবরেটরি। সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ডিআরডিও-র আওতাধীন পুণের হাই-এনার্জি মেটিরিয়্যাল রিসার্চ ল্যাবরেটরি এবং চণ্ডীগড়ের টার্মিনাল ব্যালিস্টিকস রিসার্চ ল্যাবরেটরি।
নজর এড়িয়ে চলতে সক্ষম যুদ্ধজাহাজ ও ডুবোজাহাজের গতিবিধির মোকাবিলায় এমআইজিএম ভারতীয় নৌসেনাকে আরও সক্ষম করে তুলবে।
এই সাফল্যের জন্য ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
সফল পরীক্ষণের পর এই মাইন এখন ভারতীয় নৌসেনার কাজে লাগার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ডিআরডিও-র চেয়ারম্যান ডঃ সমীর ভি কামাত।
