ওয়েব ডেস্ক ; ৯ আগস্ট : কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের ডেভেলপমেন্ট কমিশনার (হস্তচালিত তাঁত) দপ্তরের আওতায় তন্তুবায় পরিষেবা কেন্দ্রে দশম জাতীয় হস্তচালিত তাঁত দিবস যথাযথভাবে উদযাপন করেছে। এই উপলক্ষে হস্তচালিত তাঁতজাত পণ্যের গুরুত্ব তুলে ধরতে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তন্তুজের ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্রনাথ রায়, পশ্চিমবঙ্গ সরকারের বস্ত্র (হস্তচালিত তাঁত) বিভাগের অধিকর্তা, রাজ্যের বিশিষ্ট তাঁত শিল্পী ও পদ্মশ্রী সম্মানে ভূষিত বীরেন বসাক, তন্তুবায় পরিষেবা কেন্দ্রের উপ-অধিকর্তা লক্ষণ চন্দ্র বসাক, জাতীয় হস্তচালিত তাঁত উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের ম্যানেজার (কর্মাসিয়াল) ও আঞ্চলিক আধিকারিক পার্থ দাস এবং কলকাতা বেলেঘাটা পরিধান গারমেন্ট পার্কের বস্ত্র, ফ্যাশন ও ডিজাইনিং-এ পাঠরত ছাত্রছাত্রীরা।
অনুষ্ঠানে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের হস্তচালিত তাঁতের ওপর বিভিন্ন প্রকল্পের বিষয়ে তথ্য প্রচার করা হয় এবং ক্যুইজ/অঙ্কন প্রতিযোগিতা, হস্তচালিত তাঁত বোনা সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়। এছাড়াও হস্তচালিত তাঁত পণ্যের ওপর স্বল্পদৈর্ঘের একটি ছবিও প্রদর্শিত হয়।
১৯০৫ সালে ৭ আগস্ট কলকাতার টাউন হলে স্বদেশী আন্দোলন সূচনার ঐতিহাসিক ঘটনার স্মরণে এবং আমাদের হস্তচালিত তাঁতের ঐতিহ্য উদযাপনে তাঁত ক্ষেত্রের সঙ্গে যুক্ত কারিগর ও তন্তুবায়দের আজ সম্মানিত করা হয়।
হস্তচালিত তাঁতশিল্প গ্রামীণ এবং মফস্বল এলাকার জীবিকার একটি উল্লেখযোগ্য উৎস। ৩৫ লক্ষেরও বেশি মানুষ এর সঙ্গে যুক্ত, যার মধ্যে ২৫ লক্ষেরও বেশি মহিলা রয়েছেন। তাই এই ক্ষেত্রটি মহিলাদের আর্থিকভাবে ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ উৎস। বস্ত্র মন্ত্রক সারা দেশে হস্তচালিত তাঁত ক্ষেত্রের উন্নয়নে একাধিক উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী ২০২৪-এর ২৮ জুলাই মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এ হস্তচালিত তাঁত ক্ষেত্রের গুরুত্ব সম্পর্কে বিশেষ করে গ্রামীণ মহিলাদের জন্য অর্থনীতির উন্নয়নের কথা বলেছিলেন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ফ্যাশনের চাহিদা পূরণ এবং হস্তচালিত তাঁত যন্ত্রের উৎপাদিত পণ্যকে তুলে ধরতে স্টার্টআপ সংস্থাগুলিকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেন তিনি। স্থানীয় হস্তচালিত তাঁতজাত পণ্য জনপ্রিয় করে তুলতে সাধারণ নাগরিকদের কাছে আবেদন জানান প্রধানমন্ত্রী এবং #MyProductMyPride দিয়ে সামাজিক মাধ্যমে তা সকলের সঙ্গে ভাগ করে নিতে বলেন।