ওয়েব ডেস্ক; ৪ জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিনিদাদ ও ট্যোবাগোয় ‘ভারত কো জানিয়ে’ (নো ইন্ডিয়া) ক্যুইজ প্রতিযোগিতায় তরুণ বিজয়ী শঙ্কর রামযতন, নিকোলাস মারাজ এবং ভিন্স মাহাতোর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মোদী বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের বহু মানুষ এই ক্যুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন, এর মাধ্যমে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে ভারতের সম্পর্ক আরো নিবিড় হয়েছে।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,
“ত্রিনিদাদ ও ট্যোবাগোয় ‘ভারত কো জানিয়ে’ (নো ইন্ডিয়া) ক্যুইজ প্রতিযোগিতায় তরুণ বিজয়ী শঙ্কর রামযতন, নিকোলাস মারাজ এবং ভিন্স মাহাতোর সঙ্গে সাক্ষাৎ করেছি।
বিশ্বের বিভিন্ন প্রান্তের বহু মানুষ এই ক্যুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন, এর মাধ্যমে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে ভারতের সম্পর্ক আরো নিবিড় হয়েছে”।