ওয়েব ডেস্ক; ১৩ মার্চ: ১৪ মার্চ (শুক্রবার) ব্লু লাইনে দোলযাত্রায় ২৬২টি পরিষেবার পরিবর্তে ৬০টি পরিষেবা চালু থাকবে। ওই দিন, এই রুটে দুপুর ২:৩০ থেকে পরিষেবা শুরু হবে।
শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।
ব্লু লাইনে বিশেষ রাতের মেট্রো পরিষেবা কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে রাত ১০:৪০ টায় পাওয়া যাবে।
মেট্রো শুক্রবার দোলযাত্রায় ১৩০টি পরিষেবার পরিবর্তে ৪২টি পরিষেবা পরিচালনা করবে গ্রিন লাইন-২ এর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত। ওই দিন, এই রুটে দুপুর ৩ টে থেকে পরিষেবা শুরু হবে। এই পরিষেবাগুলি ১৫ মিনিটের ব্যবধানে পাওয়া যাবে। শেষ পরিষেবা রাত ৮ টা।
অন্যদিকে, শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর v পর্যন্ত গ্রিন লাইন-১ এর ১০৬টি পরিষেবার পরিবর্তে মোট ২২টি পরিষেবা পরিচালিত হবে। এই পরিষেবাগুলিও ৩ টে থেকে শুরু হবে এবং ৩০ মিনিটের ব্যবধানে উপলব্ধ হবে। শেষ পরিষেবা রাত ৮ টা।
অরেঞ্জ লাইন এবং বেগুনি লাইনে ১৪ মার্চ কোনও পরিষেবা নেই।