ওয়েব ডেস্ক; ৪ ডিসেম্বর : পশ্চিমবঙ্গের কৃষি ক্ষেত্রের উন্নয়নে কৃষি গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠানগুলি কাজ করছে কি না, গত ৩ বছরে তারা কৃষি উন্নয়ন সংক্রান্ত কোনো উদ্যোগ হাতে নিয়েছে কি না সে সম্পর্কে আজ লোকসভায় সাংসদ খলিলুর রহমান জানতে চান। এই প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী ভগীরথ চৌধুরী জানান, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ- আইসিএআর পশ্চিমবঙ্গে ৪টি গবেষণা প্রতিষ্ঠান এবং ১০টি আঞ্চলিক গবেষণা কেন্দ্র স্থাপন করেছে। এছাড়া জেলাস্তরে কৃষি প্রযুক্তি সংক্রান্ত প্রশিক্ষণ ও প্রদর্শনের জন্য ২৩টি কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে।

এই কৃষি গবেষণা প্রতিষ্ঠান ও কেন্দ্রগুলি বিভিন্ন শস্য, ডাল, তৈলবীজ, জলবায়ু উপযোগী বিভিন্ন প্রজাতির ফসল, খামার ও মৎস্য ক্ষেত্রের উন্নয়নে কাজ করে এবং কৃষি সহায়ক যন্ত্রপাতি ব্যবহারের প্রশিক্ষণ দেয়। গত ৩ বছরে (২০২১-২৩) এবং ২০২৪ সালে মোট ১৩২ প্রজাতির শস্য সৃষ্টি করা হয়েছে।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন নীতি ও প্রকল্প এবং কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলির কাজের ওপর কৃষির বিকাশ নির্ভর করে। গত ৩ বছরে পশ্চিমবঙ্গে এক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।