ওয়েব ডেস্ক ; ২৪ জানুয়ারি : এক দুর্লভ সাফল্য। সাগরদিঘির যুবক প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ প্রধানমন্ত্রীর সঙ্গে বসে দেখার আমন্ত্রণ পেয়েছেন কেন্দ্রের তরফ থেকে। মুর্শিদাবাদ জেলার বহরমপুর কলেজে বিএ – এর তৃতীয় বর্ষের ছাত্র আলি আকবর তাঁর পড়াশোনার পাশাপাশি নিজস্ব সামাজিক কাজকর্মের জন্য এই কুচকাওয়াজ প্রত্যক্ষ করার জন্য নির্বাচিত হয়েছেন।
রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের এই সন্তান জাতীয় প্রকল্প পরিষেবা (এনএসএস) – এর অধীন বিভিন্ন সামাজিক কাজে যুক্ত হয়েছেন। রক্তদান কর্মসূচিতে কাজ করার পাশাপাশি, অনাথ আশ্রমের জন্যও তিনি কাজ করেছেন। My Bharat App – এর মাধ্যমে তিনি শিক্ষা পরিষেবাও যুগিয়েছেন।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন দিল্লিতে ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে কুচকাওয়াজ প্রত্যক্ষ করার বিভিন্ন অতিথিদের মধ্যে আলি আকবর একজন। আকবর জানান, “৪ জানুয়ারি আমি সরকারি আমন্ত্রণপত্র হাতে পেয়ে রীতিমতো বিস্ময়বোধ করি। আমার বাবা প্রথমে চিঠিটি পড়েন। এই অনুষ্ঠানে নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত গর্বিত”। ২৩ থেকে ২৭ জানুয়ারি রাজধানী শহরে তাঁর যাতায়াত ও থাকা-খাওয়ার যাবতীয় ব্যয়ভার বহন করবে কেন্দ্রীয় সরকার।
জাতীয় অনুষ্ঠানগুলিতে জনসাধারণের অংশগ্রহণকে উৎসাহিত করতে বিভিন্ন ক্ষেত্র থেকে আসা ১০ হাজার জন বিশেষ অতিথিকে ২৬ জানুয়ারি ৭৬তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে উপস্থিত থেকে প্রত্যক্ষ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এই সমস্ত ব্যক্তিবর্গকে স্বর্ণিম ভারতের নির্মাতা হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী সহ নানা ক্ষেত্রে সফল মানুষরা এই অনুষ্ঠানে আমন্ত্রিত হচ্ছেন।