শুভাবরি ওয়েব ডেস্ক, ১২ ফেব্রুয়ারি, কলকাতা:
গতকাল একটি গোপন সূত্রের তথ্যের উপর ভিত্তি করে, স্পেশাল টাস্ক ফোর্স এর একটি দল ফুলবাড়ি মোড়ে শিলিগুড়িগামী বাসে অভিযান চালায় এবং নদিয়ার তাহেরপুরের সুজিত বিশ্বাস (২৬ বছর) নামে এক ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তির কাছ থেকে প্রায় ২০ লক্ষ রুট হেরোইন বাজেয়াপ্ত করা হয় যার বাজার মূল্য লক্ষাধিক টাকা।
জানা গেছে যে সুজিত বিশ্বাসকে নদীয়ার এক ব্যক্তি তিনসুকিয়া থেকে উল্লিখিত নিষিদ্ধ সামগ্রী সংগ্রহের জন্য আসামে পাঠিয়েছিলেন। তিনি সেখান থেকে এটি সংগ্রহ করেছিলেন এবং শিলিগুড়ির উদ্দেশ্যে উল্লিখিত বাসে উঠেছিলেন।
এই বিষয়ে যথাযথ ধারায় নিউ জলপাইগুড়ি থানায় একটি নির্দিষ্ট মামলা শুরু হয়েছে। আসামীকে আদালতে হাজির করা হলে আদালত ১৪ দিনের রিমান্ডে দেয়।