ওয়েব ডেস্ক; ৭ ডিসেম্বর : পশ্চিম রাজস্থানের পাহাড় ঘেরা প্রত্যন্ত গ্রামের বাসিন্দা ভেরু। ২১ বছর বয়সী ভেরু তার বাবা মায়ের সাথে থাকে। পাহাড়ের ওপরের দিকে বাড়ি তার। তারা যেখানে থাকেন সেখানে নেই কোনো বিদ্যুৎ। চাষের কাজ করে এইভাবেই চলছে তাদের জীবন। একদিন ভেরুর মনে হলো সে তার বাড়িতে ইলেকট্রিসিটি সংযোগ নেবে। কিন্তু উপায় কি?
এই নিয়েই চলল তার লড়াই। বিদ্যুৎ সংযোগ বাড়িতে নিয়ে আসা নিয়ে সংগ্রামের কাহিনী এবারের ২৯ তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নিল ডিরেক্টর জিগর নাগদার ” A Boy Who Dream Of Electricity ” । ছবিটি ৭২ মিনিটের মেওয়ারি ভাষায় ।
ছবির শেষ পর্যায় ভেরু সোলার কানেকশনের মাধ্যমে শেষ পর্যন্ত বাড়িতে বিদ্যুৎ নিয়ে আসলো।
এক সাংবাদিক সম্মেলনে পরিচালক ছবির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেন। ১ থেকে ১.৫ বছর লেগেছিল সম্পূর্ন ছবিটি তৈরি করতে। ছবি তৈরি করার প্রথম দিকে সমস্যার সম্মুখীন হলেও তা ধীরে ধীরে সমাধান হয়ে যায়। একথাও শেয়ার করেন পরিচালক।