ওয়েব ডেস্ক; ২৫ ফেব্রুয়ারি: দক্ষিণবঙ্গ সীমান্তের সতর্ক বিএসএফ জওয়ানরা সম্প্রতি তিনটি পৃথক ঘটনায় অংশগ্রহণ করে এবং সোনা চরাচালানের প্রচেষ্টাকে ব্যর্থ করে, আইসিপি পেট্রাপোলে নিয়মিত অনুসন্ধানের সময় মেটাল ডিটেক্টরের সাহায্যে ৩ জন যাত্রীর কাছ থেকে ১,০৪৮,৬১ গ্রাম সোনা উদ্ধার করে। আটক করা সোনার মূল্য আনুমানিক ৬৫,৫৩,৮১২/- টাকা। চোরাকারবারীরা এসব সোনা বাংলাদেশ থেকে ভারতে আনার চেষ্টা করছিল।
গ্রেফতারকৃত তিনজনের পরিচয়
- আবু বকর মুন্সী (২৭ বছর) পাত্র- রাজ্জাক মুন্সী, গ্রাম- বিনোদপুর, পোস্ট- চিকান্দি, পিএস চিকান্দি, জেলা শরীয়তপুর, বাংলাদেশ।
- পারভীন আক্তার, (৪৪ বছর) রুস্তম শেখের মেয়ে বাসিন্দা – বাড়ি নং ১০৭৪২, পোস্ট – ওয়াদালোদী, পিএস – তুরাগ, জেলা – ঢাকা, বাংলাদেশ।
- সাইফুল ইসলাম এমডি (৪৬ বছর) এস/ও পিয়ার আলী, গ্রাম তারা, ওয়ার্ড নং ০৫, পোস্ট – মানিকগঞ্জ, পিএস – মানিকগঞ্জ, জেলা – ঢাকা, বাংলাদেশ।
বিএসএফ জওয়ানদের এই অর্জনে দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা এ.কে. আর্য, ডিআইজি আনন্দ প্রকাশ করে আরও বলেন, কুখ্যাত চোরাকারবারিরা গরিব ও নিরীহ মানুষকে অল্প পরিমাণ অর্থের প্রলোভন দিয়ে ফাঁদে ফেলে। কুখ্যাত পাচারকারী চক্র সরাসরি চোরাচালানের মতো অপরাধে জড়িত নয়, তাই তারা দরিদ্র মানুষকে টার্গেট করে।