ওয়েব ডেস্ক; ৩১ অক্টোবর: গত ৩০ অক্টোবর দক্ষিণবঙ্গ সীমান্ত বর্ডার সিকিউরিটি ফোর্সের সীমা চৌকি পিয়াসবাড়ি, ৭০ ব্যাটালিয়নের কর্মীরা ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে তাদের দায়িত্বের এলাকায় অস্ত্র পাচারের চেষ্টা ব্যর্থ করেছে এবং একটি দেশী পিস্তল ও চারটি জীবন্ত কার্তুজ জব্দ করেছে। চোরাকারবারীরা যখন এসব সামগ্রী ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল।

খবর অনুসারে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সীমা চৌকি পিয়াসবাড়ি, ৭০ ব্যাটালিয়ন, বর্ডার সিকিউরিটি ফোর্সের জোয়ানরা পিয়াসবাড়ি গ্রামের সন্দেহজনক এলাকায় (সীমান্ত এলাকার কাছাকাছি) বিশেষ অ্যামবুশ স্থাপন করে। সেই সময় জোয়ানরা কিছু চোরাকারবারীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। অ্যামবুশ পার্টি তাদের থামানোর জন্য চ্যালেঞ্জ করলেও চোরাকারবারীরা অন্ধকার ও দুর্গম এলাকার সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে ভারতের দিকে পালিয়ে যায়।এর পর অ্যামবুশ পার্টি এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল ও চারটি জীবন্ত উদ্ধার করে। এরপর জোয়ানরা পরবর্তী পদক্ষেপের জন্য ওই পিস্তল ও কার্তুজ বাজেয়াপ্ত করে।

আটক করা জিনিসগুলি পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ইংরেজবাজার থানা, জেলা-মালদহের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ.কে. আর্য, ডিআইজি, পাবলিক রিলেশন অফিসার, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার, জোয়ানদের সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন এবং বলেছেন যে এটি কর্তব্যরত বিএসএফ জওয়ানদের দ্বারা দেখানো সতর্কতার প্রতিফলন। তিনি জনগণকে কোনো অবস্থাতেই চোরাচালানের পথ অবলম্বন না করার আহ্বান জানিয়েছেন। তিনি কঠোর ভাষায় বলেন, সীমান্ত নিরাপত্তা বাহিনীর সদস্যরা কোনো অবস্থাতেই সীমান্তে চোরাচালান বা অন্য কোনো ধরনের অপরাধ সংঘটিত হতে দেবে না এবং এর সঙ্গে জড়িতদের রেহাই দেবে না।