ওয়েব ডেস্ক; ১৭ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সোনোওয়াল ওই নিবন্ধে পুনরুজ্জীবিত জলপথ কীভাবে বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, “ভারতের নদীগুলি ঐতিহ্যের শুধু নিদর্শনই নয়, এগুলি প্রগতির মহাসড়কের ভূমিকা পালন করছে।”

সামাজিক মাধ্যম এক্স-এ কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের এক নিবন্ধের প্রত্যুত্তরে মোদী বলেছেন:
“ভারতের নদীগুলি ঐতিহ্যের শুধু নিদর্শনই নয়, এগুলি প্রগতির মহাসড়কের ভূমিকা পালন করছে। কেন্দ্রীয় মন্ত্রী @sarbanandsonwal বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে পুনরুজ্জীবিত জলপথ কীভাবে সহায়ক হচ্ছে, সেই বিষয়ে তাঁর বক্তব্য তুলে ধরেছেন।

গত কয়েক বছর ধরে পণ্য পরিবহণ, পর্যটন এবং পরিকাঠামো কীভাবে শক্তিশালী করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানার জন্য এই নিবন্ধটি পড়ার অনুরোধ রইল।”