ওয়েব ডেস্ক; ২১ নভেম্বর: নিষিদ্ধ মাদকের ব্যবসায় জড়িত থাকার অপরাধে গত ২০ নভেম্বর বেঙ্গল এসটিএফ এর একটি দল ৬ জনকে গ্রেপ্তার করল। সূত্রের খবর, প্রায় ২৪ হাজার ৯০০ একটি বোতল ফেনসিডিল ধুবুলিয়া থানার অন্তর্গত চৌগাছা রেলগেটের সামনে মায়াপুর মোড়ে আটক করা হয়েছে। আটক করা মাদকের বাজার মূল্য প্রায় দু কোটি টাকা ভারতীয় মুদ্রায়। এই ঘটনায় প্রথমে চার জনকে আটক করা হয় মালদা টাউন থেকে এবং আরো দুজনকে নদীয়ার ধুবুলিয়া থেকে আটক করা হয়। তারা হলেন, সজল সাহা, তাপস দেবনাথ, সমীর বণিক, দেবাঞ্জন সাহা ওরফে সাগর, যুগল ঘোষ, এবং মিতান দে।
সূত্র থেকে জানা গেছে, প্রাথমিক তদন্তে এই মাদক ঝাড়খন্ড থেকে ত্রিপুরা নিয়ে যাওয়া হচ্ছিল। ধুবুলিয়া থানায় ওয়েস্ট বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে মামলা রুজু করা হয়েছে।