ওয়েব ডেস্ক; ১ এপ্রিল : গত ১৬ ই মার্চ কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেশ জুড়ে ২০২৪ লোকসভা সাধারণ নির্বাচনের নির্ঘণ্ট ও প্রকাশ করেছিল। সব মিলিয়ে মোট সাত দফায় এবারের নির্বাচন হবে। এরাজ্যেও সাত দফাতেই নির্বাচন হতে চলেছে। এরাজ্যে ইতিমধ্যেই যে পরিমাণ বেআইনি নগদ এবং বাদবাকি বেআইনি জিনিসপত্র বাজেয়াপ্ত হয়েছে তার আনুমানিক মূল্য ছাড়িয়েছে দেড়শো কোটি টাকা।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর থেকে শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত এই রাজ্যে বেআইনি নগদ বাজেয়াপ্ত হয়েছে ৮ কোটিরও বেশি। বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়েছে ১৩ লক্ষ লিটারের বেশি, যার আনুমানিক বাজার মূল্য ৩৬ কোটি টাকার বেশি। এছাড়া উনিশ কোটি টাকার বেশি মূল্যের ড্রাগ বাজেয়াপ্ত করা হয়েছে।
অন্যদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী রাজ্যে সবমিলিয়ে লাইসেন্স বন্দুকের সংখ্যা ৫২,১৫৭ টি যার মধ্যে এখনো পর্যন্ত ৩৫, ৮৮৩ টি জমা করেছে।
এমসিসি রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত ৫ লক্ষ ৭৬ হাজার ৮৬০ টি কেস সমাধান করা হয়েছে।
কমিশনের অন্যতম জনপ্রিয় এপ্লিকেশন সিভিজিলে এখনো পর্যন্ত ২৫৪৬ টি অভিযোগ জমা পড়েছে যার মধ্যে ২১৪৬ টি অভিযোগ নিষ্পত্তি ঘটেছে, ৩৫৯ টি অভিযোগ ড্রপ করা হয়েছে।
এছাড়াও আন্ত:র্জাতিক – অন্ত:রাজ্য সীমানাগুলিতে বিশেষ নজর রাখছে কমিশন।
