ওয়েব ডেস্ক ; ১০ আগস্ট : পাঁচটি সম্পত্তিকে বিগত পাঁচ বছরে বিশ্ব পর্যটন স্থল হিসেবে মনোনীত করা হয়েছে। বিশ্ব পর্যটন স্থলের তালিকায় নথিভুক্ত হলে দেশের পর্যটকদের আকর্ষণ বাড়ে। এর ফলে অর্থনীতি উজ্জীবিত হয় এবং পর্যটনকে ঘিরে সম্পদের বিকাশ হয়। নতুন মনোনীত পর্যটন স্থলগুলির মধ্যে রয়েছে মইদাম। এই পর্যটন স্থলটি আসামে রয়েছে। পশ্চিমবঙ্গের সুন্দরবন জাতীয় উদ্যান, দার্জিলিং-এর পার্বত্য রেলওয়ে ও শান্তিনিকেতন রয়েছে।

রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।