ওয়েব ডেস্ক; ১০ জুন : উত্তর- পূর্বাঞ্চলে মাদক, চোরাচালান ও পাচারের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখে ৫-৭ জুন মণিপুরের চূড়াচাঁদপুর জেলার সীমান্তবর্তী এলাকায় ‘অপারেশন হোয়াইট ভেইল’ নামে এক বিশেষ অভিযান চালানো হয়। রাজস্ব, গোয়েন্দা অধিদফতর (ডিআরআই) শুল্ক, আসাম রাইফেলসের ৩৭ নম্বর ব্যাটেলিয়ান ও মণিপুর পুলিশের যৌথ দল এই অভিযান চালায়।

যৌথ দলটি ৫৪.২৯ কোটি টাকা মূল্যের ৭,৭৫৫.৭৫ গ্রাম হেরোইন এবং ৮৭.৫৭ লক্ষ টাকা মূল্যের ৬,৭৩৬ গ্রাম আফিম বাজেয়াপ্ত করেছে। নগদ ৩৫.৬৩ লক্ষ টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া ২টি বাউফেং ওয়াকিটকি ও একটি মারুতি ইকোভ্যান বাজেয়াপ্ত করা হয়েছে। এই অভিযানে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে বাজেয়াপ্ত মাদক দ্রব্যগুলি মায়ানমার থেকে ভারত – মায়ানমার সীমান্তবর্তী অঞ্চল চূড়াচাঁদপুরে পাচার করা হয়েছিল। বিভিন্ন চ্যালেঞ্জ ও অসুবিধা থাকা সত্ত্বেও যৌথ দলের সুসমন্বিত পদক্ষেপের ফলেই সফলভাবে এই অভিযান চালানো সম্ভব হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *