ওয়েব ডেস্ক; ৩০ সেপ্টেম্বর: কলকাতা মেট্রোর আরেকটি যাত্রী-বান্ধব উদ্যোগ চালু হ’ল। উত্তর-দক্ষিণ মেট্রোর মেধা রেকগুলির ডিজিটাল স্ক্রিনে এতদিন শুধুমাত্র স্টেশনের নাম ও যাত্রাপথ দেখানো হতো। এবার থেকে সেগুলিতে কার্টুন শো – এর মতো বিভিন্ন তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান পরিবেশন করা হবে।
এতে মেট্রোর যাত্রীরা একঘেঁয়েমি থেকে মুক্তি পাবেন, মেট্রো যাত্রা তাঁদের কাছে আরও উপভোগ্য হয়ে উঠবে। যাত্রীরা যে এই উদ্যোগে কতটা আনন্দ পেয়েছেন, তা প্রথম দিনেই তাঁদের আচরণ থেকে স্পষ্ট হয়ে উঠেছে।
উত্তর-দক্ষিণ মেট্রোতে নিয়মিত যাতায়াতকারী ছাত্রছাত্রীদের অভিভাবকরা এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেছেন। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে, অনেকেই তাদের ধন্যবাদ জানিয়ে ফোন করছেন। মেট্রোতে এমন উদ্যোগ এই প্রথম। এতে পড়ুয়ারা তাদের ব্যস্ত রুটিনের মধ্যেও স্কুল থেকে বাড়ি ফেরার পথে টম অ্যান্ড জেরির সঙ্গে কিছুটা সময় কাটাবার সুযোগ পাবে। নানা চিন্তাভাবনার মধ্যে থাকা প্রাপ্তবয়স্করাও মেট্রোতে নির্ভার চাপমুক্ত কিছুটা সময় কাটাবার সুযোগ পাবেন।