ওয়েব ডেস্ক; ৩০ এপ্রিল : বুধবার ১মে। ছুটির দিনে কলকাতা মেট্রোরেলে পরিষেবা কিছুটা কমতে চলেছে। সাধারণত কাজের দিনগুলি দৈনিক ২৮৮ টি মোট পরিষেবা চলে ব্লু লাইনে। কিন্তু মে দিবস উপলক্ষে মোট ২৩৪ টি মেট্রো পরিষেবা চলতে চলেছে এই লাইনে।
দিনের প্রথম এবং শেষ পরিষেবার কোনরকম ভাবেই পরিবর্তন হচ্ছে না।
এছাড়া অন্যান্য রুট অর্থাৎ গ্রীন লাইন, পার্পেল লাইন এবং অরেঞ্জ লাইনে পরিষেবার ক্ষেত্রে কোন পরিবর্তন হচ্ছে না।