ওয়েব ডেস্ক ; ২৯ নভেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার আর্থিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে ৭,৯২৭ কোটি টাকার (আনুমানিক) তিনটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
এগুলি হল, জলগাঁও-মানমাড চতুর্থ লাইন (১৬০ কিলোমিটার), ভুসওয়াল-খান্ডওয়া তৃতীয় ও চতুর্থ লাইন (১৩১ কিলোমিটার) এবং প্রয়াগরাজ (ইরাডগঞ্জ)-মানিকপুর তৃতীয় লাইন (৮৪ কিলোমিটার)।
এই প্রকল্পগুলি মুম্বই ও প্রয়াগরাজের মধ্যে পরিকাঠামোগত উন্নতি ঘটাবে। সেইসঙ্গে রেল চলাচলে চাপ কমাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন ভারতের ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা সামগ্রিক উন্নয়নের মাধ্যমে ওই অঞ্চলের মানুষকে ‘আত্মনির্ভর’ করে তুলবে এবং কর্মসংস্থান ও স্বনিযুক্তির সুযোগ-সুবিধা বৃদ্ধি করবে।
মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ – এই তিনটি রাজ্যের ৭টি জেলা এই প্রকল্পের আওতায় আসবে এবং ভারতের বর্তমান রেল নেটওয়ার্কের সঙ্গে আরও প্রায় ৬৩৯ কিলোমিটার রেললাইন যুক্ত হবে। দুটি উচ্চাকাঙ্ক্ষী জেলার (খান্ডওয়া ও চিত্রকূট) প্রায় ১,৩১৯টি গ্রাম এবং প্রায় ৩৮ লক্ষ মানুষ এই প্রকল্পের ফলে উপকৃত হবেন।
প্রস্তাবিত প্রকল্পটি মুম্বই-প্রয়াগরাজ-বারাণসী রুটে অতিরিক্ত যাত্রীবাহী ট্রেন চলাচলে সহায়ক হবে এবং প্রয়াগরাজ, চিত্রকূট, গয়া এবং শিরডিতে যাতায়াত করা তীর্থযাত্রীরা উপকৃত হবেন। পাশাপাশি এই রুট দিয়ে কৃষিপণ্য, সার, কয়লা, ইস্পাত, সিমেন্ট প্রভৃতি পরিবহন করা যাবে। এছাড়া এই প্রকল্পের ফলে কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু সংক্রান্ত লক্ষ্য অর্জন সম্ভব হবে।