ওয়েব ডেস্ক ; ৩০ আগস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বীকার করেছেন যে, স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে দেশ গড়ার কাজে তাঁদের অংশগ্রহণ সুনিশ্চিত করে চলেছেন লাখপতি দিদিরা। তিনি আরও বলেন, বিগত ১০ বছর ধরে মহিলাদের কল্যাণে নজিরবিহীন কাজ হয়ে চলেছে, যাতে দেশের নারীরা সামনের দিকে এগোতে পারেন, সমৃদ্ধ হতে পারেন এবং বিকাশে নতুন মাত্রা প্রতিষ্ঠা করতে পারেন।

এক্স পোস্টে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের এক মন্তব্যের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে লেখা হয়েছে :

“কেন্দ্রীয় মন্ত্রী @ChouhanShivraj লিখেছেন যে, লাখপতি দিদিরা স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে দেশ গড়ার কাজে তাঁদের অংশগ্রহণ সুনিশ্চিত করে চলেছেন। দেশের মহিলারা এগিয়ে চলেছেন, সমৃদ্ধি এবং বিকাশের ক্ষেত্রে নতুন মাত্রা প্রতিষ্ঠা করে চলেছেন। গত ১০ বছর ধরে মহিলাদের কল্যাণে নজিরবিহীন কাজ হয়ে চলেছে। মহিলাদের শিক্ষাগত, সামাজিক, আর্থিক এবং রাজনৈতিক ক্ষমতায়ন সুনিশ্চিত করা হয়েছে।”