ওয়েব ডেস্ক ; ৩১ মে : অপ্রীতিকর কোনরকম ঘটনা যাতে না ঘটে তার জন্য কুইক রেসপন্স টিম এর সংখ্যা হতে চলেছে ১৫০০ বেশি। এছাড়া শুধুমাত্র কলকাতাতেই তার মধ্যে প্রায় ৬০০ কিউআরটি থাকবে। তার সাথে থাকবে ফ্লায়িং স্কোড এর টিম। ষষ্ঠ দফায় কিউআরটি নিয়ে বিভিন্ন অভিযোগ এসেছিল, যে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে গেলেও দেখা যায়নি কিউআরটি কে , কিন্তু এবার পর্যাপ্ত পরিমাণ ফোর্স থাকছে বলেই কমিশনের এক আধিকারিক জানান।
এদিন মোট ১৭৪৭০ টি বুথে ভোট গ্রহণ করা হবে। যেখানে দমদমে ১৭৯২, বারাসাতে ১৯৯১, বসিরহাটে ১৮৮২, জয়নগরে ১৮৭৯, মথুরাপুর ১৮৯৮, ডায়মন হারবারে ১৯৬১, যাদবপুর লোকসভা কেন্দ্রে ২১২০, কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে ২০৭৮, কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে ১৮৬৯ টি বুথ রয়েছে।
মোট ভোটারের সংখ্যা ১,৬৩,৪০,৩৪৫ জন। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮৩,১৯,৪৮১ জন, মহিলা ভোটারের সংখ্যা ৮০,২০,৩২৬ জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৫৩৮ জন।