ওয়েব ডেস্ক; ৩১ মে : ১ জুন সপ্তম তথা শেষ দফায় রাজ্যে ভোট রয়েছে দমদম ,বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর এই নটি লোকসভা কেন্দ্রে। মোট ১০২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে । এই হাজার কুড়ি কোম্পানির ভেতর ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটের জন্য ব্যবহার করা হবে শেষ দফায়। এক্ষেত্রে বারাসাত পিডির জন্য ৮১ কোম্পানি, ব্যারাকপুর পিডির জন্য ৮১ কোম্পানি, বারুইপুর পিডির জন্য ১৬০ কোম্পানি, বসিরহাট পিডির জন্য ১১৬ কোম্পানি, বিধাননগর পিসি জন্য ৫৯ কোম্পানি, ডায়মন্ড হারবার পিডির জন্য ১১০ কোম্পানি, কলকাতা পুলিশ অঞ্চলে ২৪৬ কোম্পানি, এবং সুন্দরবন পিডির জন্য ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছে কমিশন, এমনটাই খবর কমিশন সূত্রে। এছাড়া ৩৩ হাজারেরও বেশি রাজ্য পুলিশ দায়িত্বে থাকবে এই দফায়। সূত্রের খবর, ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং হবে। এছাড়া যে যে বুথে ইন্টারনেট ব্যবস্থা খুব একটা ভালো নেই সেখানে ভিডিওরেকর্ডিং তার সাথে মাইক্রো অবজারভার থাকবে পর্যাপ্ত ।