শুভাবরি ওয়েব ডেস্ক, ১১ জানুয়ারি, কলকাতা: কলকাতা শহরের গড়িয়াহাট মোড়ের দৃশ্য এটি। দুটি মেটাডোরের উপরে অত্যন্ত বিপজ্জনকভাবে ডেকোরেটার্সের বাঁশ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে অফিস টাইমে যখন বাস, অটো মোটরসাইকেল পুরোদমে মহানগরের রাজপথে চলতে থাকে, তখন কয়েকটি দড়ির বাঁধন দিয়ে নিয়ে যাওয়া এই বাঁশ গুলো বিপজ্জনকভাবে বাইরের দিকে চলে গেছে বেশ খানিকটা অংশ।
অথচ ট্রাফিক নিয়ম অনুযায়ী এগুলো ওভারলোডিং বলা হয়। এগুলোকে বিপদজনক আখ্যা দেওয়া হয়। পথ চলতি মানুষ বিস্ময় প্রকাশ করে এই দৃশ্য দেখে। যেখানে ট্রাফিক আইনের কড়াকড়ি বিনা হেলমেটে গাড়ি চালানোর জন্য, রেষারেষি করে বাস চালানোর জন্য অথবা দুইজনের জায়গায় তিনজন মোটরসাইকেলে যাওয়ার জন্য, সেখানে কিভাবে খোদ গড়িয়াহাট মোড় থেকে এই দুটি গাড়ি বিনা বাধায় কসবার বাইপাসের দিকে এগিয়ে যেতে পারে সেটি একটি বড় প্রশ্নের মুখে? আদৌ কি এই ধরনের পণ্য পরিবহনে সাধারণ মানুষের যাতায়াত সুরক্ষিত থাকবে!!!!!