ওয়েব ডেস্ক; ১২ জুন : তৎকাল টিকিটের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে ভারতীয় রেল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে।
পয়লা জুলাই, ২০২৫ তারিখ থেকে কেবলমাত্র আধার – এর মাধ্যমে যাচাই হওয়া ব্যবহারকারী আইআরসিটিসি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ – এ তৎকাল টিকিট কাটতে পারবেন। এছাড়াও, ১৫ জুলাই থেকে আধার-ভিত্তিক ওটিপি যাচাই বাধ্যতামূলক হচ্ছে।
কম্প্যুটার চালিত আসন সংরক্ষণ কাউন্টারের মাধ্যমে এবং তালিকাভুক্ত এজেন্টদের মাধ্যমে টিকিট কাটার ক্ষেত্রে উপভোক্তার মোবাইল নম্বরে পাঠানো ওটিপি যাচাই বাধ্যতামূলক হবে ১৫ জুলাই থেকে।
তালিকাভুক্ত এজেন্টরাও নির্ধারিত সময় শুরু হওয়ার পর প্রথম ৩০ মিনিট কোনও টিকিট কাটতে পারবেন না। বাতানুকূল শ্রেণীর ক্ষেত্রে সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট এবং অন্য ক্ষেত্রে সকাল ১১টা থেকে ১১টা ৩০ মিনিট এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
নতুন এই নিয়মবিধির প্রেক্ষিতে রেল মন্ত্রক আইআরসিটিসি ব্যবহারকারী পোর্টালের সঙ্গে আধার সংযোগ করে নেওয়ার জন্য যাত্রীদের পরামর্শ দিয়েছে।