ওয়েব ডেস্ক; ৩ অক্টোবর : কলকাতার সিজিও কমপ্লেক্সে #SwachhataHiSeva2025 অভিযানের অংশ হিসেবে একাধিক কর্মসূচী অনুষ্ঠিত হয়। পত্র সূচনা কার্যালয় (পিআইবি), কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো (সিবিসি) ও প্রকাশনা বিভাগ (ডিপিডি)-র অতিরিক্ত মহানির্দেশিকা মিস জেন নামচু এই উদ্যোগের নেতৃত্ব দেন। উপস্থিত ছিলেন পিআইবি, সিবিসি ও ডিপিডি-র আধিকারিক ও কর্মীরা।
‘এক পেঢ় মা কে নাম’ অভিযানে অংশ নিয়ে বৃক্ষরোপণ করে কর্মসূচি শুরু হয়। মিস নামচু একটি চারা রোপণ করেন। এই উদ্যোগ মাতৃত্বের প্রতি শ্রদ্ধা এবং পরিবেশ রক্ষার বার্তা বহন করে।
এরপর সিজিও কম্প্লেক্সের চারপাশে শোভাযাত্রা করা হয়। অংশগ্রহণকারীরা পরিচ্ছন্ন পরিবেশ ও সুস্বাস্থ্যের গুরুত্ব নিয়ে সচেতনতা বার্তা দেন।
সবশেষে পালিত হয় স্বচ্ছতা দিবসের পরিচ্ছন্নতা অভিযান। মিস নামচুর নেতৃত্বে আধিকারিক ও কর্মীরা একত্রে সিজিও কমপ্লেক্স চত্বর পরিষ্কার করেন।
