ওয়েব ডেস্ক; ২৪ মার্চ : কলকাতার দুর্গাপুজো মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ২০২১-এর ডিসেম্বরে ইউনেস্কো তালিকায় জায়গায় পাওয়ায় ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক এর প্রসারে একগুচ্ছ উদ্যোগ হাতে নিয়েছে। এই মন্ত্রকের অধীন কলকাতার পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র দুর্গাপুজোর আচার, রীতি এবং পরম্পরার সংরক্ষণে ‘দেবী দুর্গা’ নামে একটি ডকুমেন্টারি প্রস্তুত করেছে, যা youtu.be/IBOQlcrq3Vk – এই লিঙ্কের মাধ্যমে দেখা যাবে।

মন্ত্রক এর পাশাপাশি দুর্গাপুজোর সঙ্গে জড়িত শিল্পী, কারিগর এবং সংশ্লিষ্ট অন্য অংশীদারদের দক্ষতা এবং জ্ঞানের সমৃদ্ধিতে কর্মশালা ও প্রশিক্ষণেরও আয়োজন করেছে। কলকাতার পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ১৪ উদয়ন সঙ্ঘ-এর সঙ্গে যৌথ উদ্যোগে একটি পটচিত্র কর্মশালারও আয়োজন করে। ২০২৪-এর ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ১এ হরলাল দাস স্ট্রিটে ১৪ পল্লী পুজো মণ্ডপে তা অনুষ্ঠিত হয়। দুর্গাপুজোকে ঘিরে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করে। তারা দক্ষিণ শ্রীরামপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটির সঙ্গে যৌথ উদ্যোগে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ২০২৪-এর ১৩ অক্টোবর দক্ষিণ শ্রীরামপুর, পূর্ব বর্ধমানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ইতিপূর্বে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রে ২০২২-এর ৩-৫ অক্টোবর দুর্গাপুজো উৎসবের আয়োজন করে। এই উপলক্ষে লোকনৃত্য, লোকসঙ্গীত এবং ধ্রূপদী নৃত্য পরিবেশিত হয়। এছাড়াও, চালতাবাগান পুজো কমিটির সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতার আইটিসি রয়্যাল বেঙ্গল-এ ঢাক উৎসবের আয়োজন করা হয় ২০২১-এর ৬ অক্টোবর। ধ্রূপদী এবং লোকগোষ্ঠী এই অনুষ্ঠানে ঢাকবাদ্য পরিবেশন করে। এর পাশাপাশি, ২০২০-র ২০ অক্টোবর পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র চালতাবাগান পুজো কমিটির সঙ্গে যৌথ উদ্যোগে আইটিসি রয়্যাল বেঙ্গল-এ ‘দশভূজা’ অনুষ্ঠানের আয়োজন করে। একটি গোষ্ঠী এই অনুষ্ঠানে আগমনী গান পরিবেশন করে।

মন্ত্রক নানাবিধ উদ্যোগ এবং সংগঠনের মাধ্যমে দুর্গাপুজোর সঙ্গে সঙ্গে দেশের বহুবিধ অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের প্রসার এবং সংরক্ষণের উদ্যোগ নিয়েছে।

রাজ্যসভায় লিখিত প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।